টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর সেই উপলক্ষে আসন্ন পৌর নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ৩৫টি প্রার্থীদের নিয়ে পদ যাত্রা করলেন পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন এই পদযাত্রায় কোন দলীয় ফেস্টুন ও পতাকা ছিল না।
মন্ত্রী অরূপ বিশ্বাস-এর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান শহর সভাপতি অরূপ দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ ৩৫টি ওয়ার্ডের প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ।
প্রতি বছরের ন্যায় তৃণমূল কংগ্রেসের জননেতা ও বিধায়ক খোকন দাসের নেতৃত্বে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করেন, এবছর এক অবিনব কৌশলে ভাষা দিবস পালন করলেন উচ্চ পদস্থ তৃনমূল নেতৃত্ব।
আগামী ২৭ ফেব্রুয়ারি বর্ধমান পৌরসভার ৩৫টি ওয়ার্ডে পৌর নির্বাচন, আর সেই মোতাবেক ভাষা দিবসকে সামনে রেখে ৩৫টি ওয়ার্ডের প্রার্থী ও তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে সুবিশাল পদ যাত্রায় পা মেলান মন্ত্রী অরূপ বিশ্বাস,মন্ত্রী স্বপন দেবনাথ। পদযাত্রা শুরু হয় টাউন হল থেকে এবং শেষ হয় রাজবাটি উত্তর ফটকে।