দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ৭টি ইভিএম মেশিন কারচুপি করা হয়েছে সেই দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপির রাজ্য সহসভাপতি সৌমিত্র খাঁ। তিনি আরও বলেন এই ইভিএম মেশিন অবিলম্বে পরিবর্তন করতে হবে যদি না করেন তাহলে হাইকোর্টে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি আরও বলেন ৬নম্বর, ৮নম্বর, ৯নম্বর এইসব ওয়ার্ডগুলোতে মেশিন গুলি বাঁকুড়া থেকে আনা হয়েছিল কিন্তু ইভিএম মেশিন শীল ছিল না। তার আরও অভিযোগ মেশিন গুলি হয়তোবা ছাপ্পা মেরে তারপরে নিয়ে এসেছে। যেহেতু আমাদের পৌরভোটে মকপোলের ব্যবস্থা নেই তাই এসব কারসাজি করছে। সেই অভিযোগে বিজেপি রাজ্য সহসভাপতি তিনি হাইকোর্টে যাবারও হুশিয়ারী দেন।
অন্যদিকে বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক যিনি এখন তৃণমূলে আছেন সেই তন্ময় ঘোষ সৌমিত্র খাঁ-কে পরিযায়ী পাখি বলে আখ্যা দেন, তিনি আরও বলেন পায়ের তলার মাটি চলে গেছে তাই এসব ভুলভাল বকছে সৌমিত্র খাঁ।