প্রবীর মণ্ডল, বর্ধমানঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর দুয়ারে নিয়ে এসেছে একগুচ্ছ সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা দুয়ারে সরকার। রবিবার বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের জোতরাম বিদ্যাপীঠে শেষ রাউন্ডে অনুষ্ঠিত হলো মডেল দুয়ারে সরকার। এদিনের এই শিবিরে স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, বিবিধ, কিষান ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জয় জোহার, কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের আবেদন করছেন উপভোক্তারা। আর সরকারি দপ্তরে নয় এবার এক ছাঁদের তলায় সকল সুবিধা পেয়ে খুশি সাধারণ মানুষ। এদিন এই শিবিরে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথী কাউন্টারে উপভোক্তাদের ভিড় লক্ষ্য করা যায়। শিবির থেকে বহু উপভোক্তাদের হতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয়।
পাশাপাশি এদিনের শিবিরে দুয়ারের সরকার মডেল হিসাবে দু’জন ছাত্রীকে লক্ষ্মী সাজিয়ে মঞ্চে রাখা হয়। এমনকি এদিনের এই শিবিরে রয়েছে আইসিডিএস কাউন্টারও। এখান থেকে গর্ভবতী মায়েদের ও শিশুদের কোন কোন খাদ্য পুষ্টিকর তা বলা হয় ও সামনে টেবিলে সাজিয়ে রাখা হয়। শিবিরে এই কাউন্টারে ছোটো বাচ্চাদের ওজন করার ব্যবস্থাও থাকে। এমনকি এই দিনের শিবিরে বিভিন্ন প্রকল্পের সহায়তার পাশাপাশি কোভিড টিকাকরণেরও ব্যবস্থা থাকে।
এদিনের শিবির পরিদর্শনে আসেন জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু , সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বর্ধমান-২ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান সহ আরও অনেকে।