Breaking News

মায়াপুরে দুই ভক্তের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ দোল উৎসবের আগে এক বিদেশিনি ভক্ত সহ জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মন্দির নগরী মায়াপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা নাগাদ। উদ্ধার হওয়া বিদেশিনী ভক্তের নাম লীলা অবতার দাস  (৩৫)। অপর জনের নাম বিশ্বরূপ দাস  (২১)। প্রথমজন থাকতেন মায়াপুর গঙ্গানগর এলাকায় ঘটনাস্থলের কাছেই। অন্যজন থাকতেন গৌরনগর এলাকায়। দুজনাই মায়াপুর ইসকন মন্দিরের ভক্ত বলে জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্পর্কে দুজন নিজেদের ভাই-বোন বলে দাবি করা ওই দুই যুবক যুবতী বুধবার সন্ধ্যায় গঙ্গানগর এলাকায় ছাড়ি গঙ্গা ধারে সান্ধ্যকালীন ভ্রমণে বের হন। স্থানীয়দের দাবি, সম্ভবত ওই দুজনের মধ্যে কোনো একজন জলাশয়ে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায়  জলে। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানিয়ে খবর পাঠায় মায়াপুর পুলিশ ফাঁড়িতে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ওই যুবকের দেহ উদ্ধার করে। এরপর বেশি রাতের দিকে উদ্ধার হয় বিদেশিনী ভক্তের দেহ। পরে উদ্ধার হওয়া দেহ দুটি মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দুটি ময়না তদন্তের জন্য নবদ্বীপ থানায় নিয়ে আসা হয়। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দোল উৎসবের আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মায়াপুর জুড়ে।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *