নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

Burdwan Today
1 Min Read

  

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ বুধবার বিকালে বর্ধমান পৌরসভার নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বর্ধমানের স্পন্দন কমপ্লেক্স ময়দানে। এদিন ৩৫টি ওয়ার্ডের সকল প্রার্থীর উপস্থিত থাকার কথা থাকলেও ৩১নং ওয়ার্ডের অরূপ দাস ও ২৭নং ওয়ার্ডের সেখ বসির আহমেদ উপস্থিত ছিলেন না। এদিন উপস্থিত পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থী তথা নবনির্বাচিত কাউন্সিলরগণদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানো হয়। এদিন শপথ বাক্য পাঠ করান বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস।

এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বর্ধমান পৌরসভার নব নির্বাচিত জনপ্রতিনিধিগণ সহ  উপস্থিত ছিলেন  বিধায়ক খোকন দাস, জেলা সহ সভাধিপতি দেবু টুডু, বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ আরও অনেকে। 

পাশাপাশি এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে পৌরসভায় নবনির্বাচিত  ভাইস-চেয়ারম্যান মৌসুমী দাস ও বিধায়ক খোকন দাস এর উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠক করেন চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *