টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগনাঃ উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার ৩ শ্রমিক ও হরিণঘাটা থানা এলাকার এক শ্রমিকের মৃত্যু হয় কেরালায়। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে অশোকনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৫ তারিখ, অশোকনগর শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের আসুদি গ্রামের ১০ জনের একটি শ্রমিকের দল একটি বেসরকারি কোম্পানির কাজে কেরালায় যায়। শুক্রবার সেখানে কর্মরত অবস্থায় মাটির ধস নামার কারণে বাংলার ৪ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও দু’জন। মৃতরা অশোকনগর থানা এলাকার তিনজন ও হরিণঘাটা থানা এলাকার একজন। মৃতরা হলেন কুদ্দুস মন্ডল, নজ্জেস আলী, নুর আমীন মন্ডল, ফয়জুল মন্ডল।
মৃতদের পরিবারের দাবি সরকারি সাহায্যে অবিলম্বে মৃতদেহগুলি বাড়িতে ফিরিয়ে আনা হোক পাশাপাশি পরিবারগুলিকে সরকার সাহায্য করুক। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অশোকনগর শ্রীকৃষ্ণপুর এলাকাজুড়ে।