রাহুল রায়,কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের কুলগাছি নান্দনিক একাডেমিক স্কুলের পক্ষ থেকে বসন্ত উৎসব পালিত হলো কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপ কলনিপাড়া জনকল্যাণ সংঘের সামনে শনিবার। এইবার নান্দনিক একাডেমি স্কুলের বসন্ত উৎসব ২ বছরে পড়লো।
এদিনের বসন্ত উৎসবের উদ্বোধন করেন স্বামী সদগুরু দাসজী কাঠিয়া বাবাজী মহারাজ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রবীর সাহা, নৃত্য শিল্পী উত্তম মন্ডল, স্কুলের কর্ণধার সৌরভ দত্ত সহ অন্যান্যরা। বসন্ত উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এবং শোভাযাত্রা শেষ হয় নান্দনিক একাডেমি স্কুলের মাঠে। স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন গানে নৃত্য করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা আবির খেলায় মেতে উঠেন।
Social