রামপুরহাটের ঘটনার প্রতিবাদে বর্ধমানে বিজেপির বিক্ষোভ মিছিল

Burdwan Today
1 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বীরভূম রামপুরহাটের বগটুই গ্ৰামে দুই শিশু সহ মোট আট জনের ঝলসানো দেহ উদ্ধারের ঘটনায় বর্ধমানে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি। বুধবার বিকেলে বর্ধমান পার্বতী মাঠ থেকে মিছিল করে কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমথকেরা। বিক্ষোভ মিছিলে কোনো রকম অশান্তি রুখতে কার্জোন গেটের সামনে ডিএসপি হেড কোয়াটারের নেতৃত্বে মজুত করা হয় বিশাল পুলিশ বাহীনি। বুধবার বর্ধমানের শহরে এই কর্মসূচি থেকে রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়ে তাঁর বিক্ষোভ দেখাতে থাকেন ভারতীয় জনতা পার্টি।

ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তাঁ বলেন, বগটুই গ্ৰামে যে ভাবে নারী ও শিশুদের জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে তার তীব্র ধিক্কার জানিয়ে বুধবার আমরা বিক্ষোভ মিছিল করি। এই ঘটনার পর এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বাযিত্ব থাকার অধিকার নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী জোকারে পরিনত হয়েছে বলে কটাক্ষ করে বলেন জেলা সভাপতি অভিজিৎ তাঁ। শর্ট সার্কিট বলে যে শাসক দল জানিয়েছে। তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন জেলা সভাপতি। রাজ্যের সি আই ডি-র উপর ভরসা না করে সিবিআই-এর দাবি জানায় বিজেপি।

বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন https://youtu.be/Sw_h_nfgF1A

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *