টুডে নিউজ সার্ভিস, পূর্বস্থলীঃ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার পূর্বস্থলী-১ ব্লকে শুরু হল জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি শম্পা ধাড়া। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, পূর্বস্থলী-১ ব্লকের বিডিও দেবব্রত জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা। এই উৎসবে তিনদিন ধরে যাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।
পূর্বস্থলী ১ ব্লকের ভাতশালায় থাকা আধুনিক যাত্রার জনক নামে পরিচিত মতিলাল রায়ের আবক্ষ মূর্তি থেকে উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথ বিদ্যাপীঠ স্কুলের মাঠের অর্থাৎ উৎসবস্থল পর্যন্ত যায়। এই উৎসবকে ঘিরে ব্যাপক উন্মাদনাও দেখা যায় বুধবার। এদিন দর্শকদের ভিড় উপচে পড়ে এলাকায়।
পূর্বস্থলী ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানান, “আধুনিক যাত্রার জনক মতিলাল রায় এই জাহান্নগর পঞ্চায়েতের ভাতশালা গ্রামে জন্মগ্রহন করেন।এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে তাঁর জন্মভিটেয় একটি আবক্ষ মূর্তিও স্থাপন করা হয়। তাঁর স্মরণে এখানে প্রতিবছরই জেলা যাত্রা উৎসব হয়। এইবছর এই যাত্রা উৎসব মাধ্যমিক পরীক্ষার জন্য পিছিয়ে দেওয়া হয়। তাঁর স্মরণে এইবছরও উৎসবের আয়োজন করা হয়েছে।” উৎসবের উদ্বোধনে এসে জেলা সভাধিপতি শম্পা ধাড়া বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় তিনদিন ধরে জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসবটি চলবে।”
Social