প্রবীর মণ্ডল, বর্ধমানঃ ওলাইচন্ডী মায়ের আরাধনায় মাতলেন পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লীর বোনাবাদ এলাকার মানুষ। তাদের এই পুজো নেতাজী সংঘের পরিচালনায় হয়ে আসছে যা এবছর ১৪৫তম বর্ষে পড়েছে। এর আগে প্রত্যেক বছরই পুরুষ-মহিলা মিলে উভয়েই এই পুজোর আয়োজন করতেন এবারই প্রথম মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে। পুজোর তোরজোড় থেকে আয়োজনে ব্যস্ত তারা।
গত দু’বছর করোনার কারণে পুজোর তেমন জৌলুস ছিল না এ বছর কিছুটা করোনার গ্রাফ নিম্নমুখী হতেই গত বছরের তুলনায় বড় করে পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। সকাল থেকে পুজো দেওয়ার জন্য ভক্তের সমাগম চোখে পড়ার মতন।
পাশাপাশি উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় এই পুজো বহু পুরানো এখানে মানত করলে মনস্কামনা পূরণ হয় এমনকি মনস্কামনা পূরণ হলে অনেকে ছাগ, ফলমূল বলিদান। এই মা খুবই জাগ্রত। বহু দূর দূরান্ত থেকে পুজো দেখতে ও পুজো দিতে আসেন বহু মানুষ।
পাশাপাশি এই পুজো উপলক্ষে বসেছে মেলা ও থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও।
Social