সকলের জন্য সংবাদপত্রের ১৬তম সাহিত্য ও সংস্কৃতি চর্চা অনুষ্ঠান

Burdwan Today
1 Min Read

 

  টুডে নিউজ সার্ভিসঃ সম্প্রতি গলসির পুরসাতে মহাসমারোহে  অনুষ্ঠিত হলো সকলের জন্য সংবাদপত্রের ১৬তম সাহিত্য ও সংস্কৃতি চর্চা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী   সুজিত চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল, সমাজসেবী জাকির হোসেন, গলসি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া সেখ, পোতনা- পুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম, সমাজসেবী সেখ মহবুব (বকুল), গোপা চৌধুরী, মহবুবল হক, মসবু আলম, সেখ কমল প্রমূখ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা।

 পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, গ্রামগঞ্জের মধ্যে এমন সংস্কৃতি অনুষ্ঠান সচরাচর হয় না বললেই চলে। পদ্মশ্রী    সুজিত চট্টোপাধ্যায় বলেন , এমন সংস্কৃতি অনুষ্ঠান পালন করায় পত্রিকার সম্পাদক সেখ নিজাম আলমকে সাধুবাদ জানান। এই অনুষ্ঠানে ৫০ জন দুঃস্থ ব্যাক্তিদের বস্ত্র দান, ১০ জন স্কুল পড়ুয়াদের সংবর্ধনা, ৪ জন সমাজসেবীদের সংবর্ধনা ও ৪ জন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় সারেঙ্গী সঙ্গীত ও নৃত্য নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মর্জিনা আবদুল্লা নাটক ও শেষে বাউল গান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার মানুষের ভীড় ছিল দেখার মতন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্তরা সিংহ রায় এবং অত্রেয়ী ঘোষ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *