ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিবারের চার সদস্য-সহ মোট পাঁচজনের

Burdwan Today
2 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ  ডাম্পারের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারলো একই পরিবারের চার সদস্য-সহ মোট পাঁচজনের। মৃতরা হলেন গঙ্গা সাঁতরা, সরস্বতী সাঁতরা, মামণি সাঁতরা, সীমা সাঁতরা। এঁরা প্রত্যেকে একই পরিবারের সদস্য। এছাড়াও মৃত্যু হয়েছে টোটোচালক মইনউদ্দিন মিদ্যা-র। ঘটনাটি ঘটে সোমবার ভোরে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ঝিঙ্গুটি গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, পেটের দায়ে প্রতিদিনের ন্যায় এদিনও ভোরে হলদি খড়ি নদীতে মাছ ধরার জন্য টোটো করে যাচ্ছিলো, সেই সময় একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে এসে ধাক্কা মার তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের।

মৃতদের বাড়ি দেওয়ানদীঘি থানার পালিতপুর গ্রামে এবং টোটোচালক মইনউদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায়। 

মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামজুড়ে। ঘাতক ডাম্পারটিকে আটক করে বর্ধমান থানার পুলিশ। তবে ডাম্পারের চালক ও খালাসি পলাতক।

বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত ৫ | https://youtu.be/_DKpsKUJoHE

অন্যদিকে সাধারণ নিত্যযাত্রী ও চালকরা জানান, তালিত রেল গেট বন্ধ থাকায় ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হয়, এছাড়া প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীদের গাড়ি, ব্যস্ততম এই সড়কে ট্রাফিক পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন!

পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। 

 সোমবার ভোরে টোটো – ডাম্পারের মুখোমুখি দুর্ঘটনা ঘটে তাতে টোটো চালক সহ মোট ৫ জনের মৃত ঘটে। মৃতেরা সকলেই বর্ধমান থানার অর্ন্তগত পালিতপুর অঞ্চলের বাসিন্দা। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ব্যক্তিদের আত্মীয়দের জন্য মৃত ব্যক্তি পিছু দুই লক্ষ টাকা বাবদ মোট দশ লক্ষ টাকার আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশানের পক্ষ থেকে রাজ্য পরিবহন দপ্তরে জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *