টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্যের স্কুলগুলিতে এবার হচ্ছে পোশাকের পরিবর্তন। নীল সাদা রঙেই হবে স্কুলের ইউনিফর্ম। এই মর্মে নির্দেশিকা জারি করেছে সর্বশিক্ষা মিশন। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্য সরকার সমস্ত পড়ুয়াদের স্কুল ড্রেস দেবে। সেই মোতাবেক রাজ্যের সর্বত্র পোশাক তৈরীর কাজ শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এই স্কুলের পোশাক তৈরির বরাত পেয়েছে। সোমবার বর্ধমান পৌরসভার স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন বর্ধমান পৌরসভা অঞ্চলে এই পোশাক তৈরি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, প্রত্যেক সরকারি স্কুলে একই পোশাক থাকলে যেমন সরকারি স্কুল গুলির একটি নিজস্ব পরিচয় গড়ে উঠবে তেমনি অনেক মহিলারা কাজ পেয়ে স্বনির্ভর হবে। তিনি আরও বলেন, যে সকল মহিলারা সেলাইয়ের কাজে পারদর্শী তারাই এই পোশাক তৈরীর বরাত পাবে। আপাতত রাজ্যের পৌর অঞ্চলগুলিতে এই প্রকল্পের কাজ শুরু হলেও, আগামী দিনে ব্লকে ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই পোশাক তৈরির বরাত পাবে বলে এ দিন জানান অরূপ বাবু।
মঙ্গলবার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে বর্ধমান টাউন হলে স্কুলের পোশাক তৈরির প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পৌরসভার আধিকারিক তাপস মাকড় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Social