বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ অনুব্রত মণ্ডলের সিবিআই দপ্তরে হাজিরার দিনে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাকে কটাক্ষ করে এবার গান বাঁধলেন বিখ্যাত কবিয়াল তথা বিজেপি বিধায়ক অসীম সরকার। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল তার এই গান। এর আগেও কবি গানের মধ্য দিয়ে গটা বাংলা জুড়ে খ্যাতি লাভ করেছেন অসীম সরকার। গানের মধ্য দিয়ে বিভিন্ন ঘটনার ছন্দ মিলিয়ে মানুষের মন জয় করেছেন তিনি। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন এই কবিয়াল অসীম সরকার। বিজেপির টিকিটে তিনি নদীয়ার হরিণঘাটা কেন্দ্র থেকে বিধায়ক হন।
প্রসঙ্গত, সিবিআইয়ের হাজিরার দিন হঠাৎ বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি এসএসকেএম-এ ভর্তি করা হয়। গরু পাচারকারকান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল সিবিআইয়ের। এর আগেও ঠিক একইভাবে সিবিআইয়ের হাজিরার দিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিরোধীদের দাবি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে রাতেই তিনি অসুস্থতার নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার তার হাসপাতলে ভর্তি হওয়া নিয়ে কটাক্ষের সুরে গান বাঁধলেন কবিয়াল অসীম সরকার।
Social