বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ মৃত যুবকের দেহ নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে নদীয়া রানাঘাট থানার হবিবপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। বর্তমানে যা ১২ নম্বর জাতীয় সড়ক হিসেবে পরিচিত। প্রসঙ্গত, শনিবার সকালে হবিবপুর ছাতিমতলা এলাকায় নির্মীয়মান ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে অজয় বিন নামের এক স্থানীয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
এরপরই পরিকল্পিতভাবে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এরপর রানাঘাট থানায় অভিযোগ দায়ের করা হয় মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে। তদন্তে নেমে এখনও পর্যন্ত প্রকৃত দোষীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। মূলত তারই পরিপ্রেক্ষিতে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দুপুরে যুবকের মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বেশ কিছুক্ষন অবরোধ-বিক্ষোভ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।