টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ সপ্তাহের শুরুতে অফিস টাইমে হঠাৎ আগুন দেখা গেল মা উড়ালপুলে। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে উড়ালপুলের উপরে থাকা যাত্রীদের মধ্যে। সোমবার সকালে ঘড়ির কাঁটায় তখন ৯টা। মা ফ্লাইওভারের উপর আচমকাই আগুনের খবর পাওয়া মাত্রই ট্রাফিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা জানান, ফ্লাইওভারের উপরে থাকা আবর্জনার স্তূপে আগুন লেগে যায়। তবে ১০ টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বেশ কিছুক্ষণ মা উড়ালপুলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রাথমিক অনুমান, উড়ালপুলের জমা আবর্জনায় আগুন লেগে বিপত্তি। যদিও কিভাবে ওই আবর্জনায় আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আগুনের কারণ খতিয়ে দেখছে।