টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গত দশ দিন ধরে হয়ে আসছে বর্ধমানের জহুরী পট্টি এলাকায় অন্নপূর্ণা পুজো। চৈত্রের শুক্লা অষ্টমীতে মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে মিঠাপুকুর জহুরী পট্টি এলাকায় অন্নপূর্ণা পুজো উপলক্ষে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু জহুরী পট্টিই নয় জহুরী পট্টি, মিঠাপুকুর ছাড়াও আসেপাসের মানুষজন পুজো দিতে আসেন এই মন্দিরে। অন্নপূর্ণা পুজো উপলক্ষে দশ দিন ধরে হয়ে আসছে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান। প্রায় দুই শতাধিক বছরের প্রাচীন এই পুজো উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও অন্নকূটের আয়োজন করা হয়। এদিন মিঠাপুকুর জহুরী পট্টিতে অন্নপূর্ণা দেবীর প্রসাদ খেতে ভক্তদের ভিড় ছিলো ভালোই। এদিন প্রসাদ বিতরণ করতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইন্তেখাব আলম, স্বীকৃতি হাজরা, সুশান্ত প্রামানিক, উজ্জ্বল প্রমানিক সহ অন্যান্যরা।
এদিন বিধায়ক খোকন দাস বলেন, প্রায় দশদিন ধরে হয়ে আসছে মা অন্নপূর্ণা পুজো। এই পুজো শুধু বর্ধমান শহরই নয়, শহরের বাইরে থেকেও লোকজন এখানে আসেন। ট্রাস্ট বোর্ডের সম্পাদক জগনাথ দে বলেন, প্রতিবছরের মতো এবছরও অন্নপূর্ণা দেবীর পুজোয় মায়ের প্রসাদ গ্রহন করতে বর্ধমান শহরের বাইরে থেকেও ও অনেক মানুষজন আসেন। প্রায় ২৫-৩০ হাজার ভক্ত এই অন্নভোগ পাবেন বলে জানান জগন্নাথ বাবু।
Social