অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ শক্তিগড় থানার উদ্যোগে পথ সচেতনতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয় সোমবার। এদিন সাধারণ মানুষকে পথ সচেতন করার পাশাপাশি পথচলতি ও গাড়ির চালকদের গাড়ি দাঁড় করিয়ে সচেতন করতে দেখা গেল শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস ও বড়শুল সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার-কে।
এরই পাশাপাশি শক্তিগড় থানার পক্ষ থেকে এক র্যালি বের করা হয় যা শক্তিগড় বাজার থেকে শুরু করে বড়শুল মিল গেট হয়ে বড়শুল বিডিও অফিসের সামনে এসে শেষ হয়। এরপর শক্তিগড় থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বড়শুল বিডিও অফিসের সামনে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়শুল সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস ও সমস্ত সিভিক ভলেন্টিয়ার সহ আরও অনেকে।