টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শহর বর্ধমানকে যানজট মুক্ত করতে রাস্তায় নামলেন জেলা প্রশাসন ও বিধায়ক। মূলত এদিন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন, বিধায়ক খোকন দাস, পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ও অন্যান্য কাউন্সিলরের উপস্থিতিতে কার্জন গেট থেকে শুরু করে রাজবাটি উত্তর ফটক পর্যন্ত যানজট মুক্ত করতেই এদিনের এই উদ্যোগ। এদিন পুলিশ প্রশাসন, প্রশাসনিক আধিকারিক ও বিধায়ককে দেখা যায় রাস্তার পাশে ফুটপাত দখল করে ব্যবসায়ীদের কড়া ভাষায় ফুটপাত ছেড়ে ব্যবসা করার কথা বলা হয়।
বিধায়ক খোকন দাস জানান, শহর বর্ধমানের মূল কেন্দ্র বলতে কার্জন গেট ও বি.সি.রোড বড়বাজার এইসব এলাকা বোঝায়। সুতরাং, এই রাস্তার মূল কেন্দ্রেই রাস্তার দুই পাশে যেভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে তাতে করে যানজট সৃষ্টি হচ্ছে ক্রমশই। তিনি এও বলেন, ইতিমধ্যে ফুটপাত হকারদের হকার মার্কেট করা হয়েছে, কিন্তু মার্কেটের ভেতরে অন্যদের গোডাউন ভাড়া দিয়ে রাস্তা দখল করে ব্যবসা করছে। এছাড়া শহর বর্ধমানে টোটো ইকোরিক্সা বৃদ্ধি পেয়েছে কয়েক হাজার, তার ফলে শহরে যানজট আরও বাড়ছে।
তাই হকাররা ব্যবসা করুক কিন্তু রাস্তা ছেড়ে এবং টোটো দৌরাত্ম যাতে কম হয় সেই নজর রেখে এই অভিযান। আর এই অভিযান অব্যাহত থাকবে প্রতিদিনই, যদি কেউ প্রশাসনের আইনকে অমান্য করে তাদের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন বিধায়ক। শুধু হকার উচ্ছেদ নয় রাস্তায় অবৈধ ভাবে তৈরি রাজনৈতিক দলের কার্যালয় থাকলে তাও সরিয়ে ফেলতে হবে এমনি জানালেন বিধায়ক খোকন দাস।