টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রশাসনের পক্ষ থেকে অনেক আগেই নিষেধাজ্ঞা জারি রয়েছে ওভারলোডিং বালি লরির ক্ষেত্রে। কিন্তু, একাংশ বালি মাফিয়া প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অতিরিক্ত বালি বোঝাই করে রমরমিয়ে চালিয়ে যাচ্ছেন বালির কারবার। অন্যদিকে অতিরিক্ত বালি বোঝাই রুখতে তৎপর পুলিশ প্রশাসন। এদিন রাতে খণ্ডঘোষ থানার পুলিশ দুটি অতিরিক্ত বালি বোঝাই লরিকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, লরি দুটি খণ্ডঘোষ এলাকার বালি ঘাট থেকে অতিরিক্ত বালি বোঝাই করে বর্ধমানের দিকে যাচ্ছিল ঠিক সেই সময়ই সালুন মোড়ের কাছে অতিরিক্ত বালি বোঝাই লরি দুটি আটক করা হয়। লরির চালকের কাছে বালির বৈধ নথি দেখতে চাইলে তারা কোনো রকম বৈধ নথি দেখাতে পারেনি। এরপরই ওই অতিরিক্ত বালি বোঝাই লরি দুটিকে আটক করা হয়। খন্ডঘোষ থানার পুলিশ সূত্রে জানা যায়, আগামী দিনেও ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলতে থাকবে।
Social