করণদিঘী ব্লকে শুরু পাড়ায় সমাধান কর্মসূচি

Burdwan Today
1 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, উত্তর দিনাজপুরঃ  বৃহস্পতিবার থেকে হলো পাড়ায় পাড়ায় সমাধান। উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের আলতাপুর হাইস্কুলে মাঠে এদিন পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প করা হয়। এদিন পাড়ায় সমাধানে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প কাজের কথা তুলে ধরেন করণদিঘী বিডিও, এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার সহ কৃষক বন্ধু, খাদ্য সাথী নিয়ে আলোচনা করেন। আলতাপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ জনগনের সরকারি পরিষেবা মূলক কাজের সমাধান করা হয়। 

 করণদিঘী ব্লকের বিডিও বলেন, প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় এই পাড়ায় সমাধান ক্যাম্প করা হবে, জনসাধারণ তাদের নিজেদের সরকারি প্রকল্প সম্পর্কে জানতে পারবেন এবং সবরকম সাহায্য করা হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের পর পাড়ায় সমাধান এই উদ্যোগে গ্ৰাম থেকে শহরের সকলেই খুশি। এদিনের এই পাড়ায় সমাধান ক্যাম্পে উপস্থিত ছিলেন করণদিঘী বিডিও সহ পঞ্চায়েত সকল সদস্যরা। পাশাপাশি এদিনের রাজ্য সরকারের উন্নয়নের পথে ১১ বছর উদযাপন করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *