পাপু লোহার, কাঁকসাঃ অমলাজোড়া হরিবাসর কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন কাঁকসা আমলাজোড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, চিন্ময় মন্ডল, জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, কমিটির সদস্য সমীর দত্ত প্রণব সরকার, তারকেশ্বর মন্ডল, বিজন ঘোষ, পাপন সরকার, নবীন প্রামানিক সহ অন্যান্যরা।
উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতি বছরের মত এবছর হরি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রতি বছর তারা উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেন। সেই মত এবছরও রক্তের সংকট মেটানোর জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই রক্তদান শিবিরে ৬০জন গ্রামবাসী স্বেচ্ছায় রক্তদান করেন। তবে এদিন রক্তদান শিবিরে পুরুষদের তুলনায় মহিলা রক্তদাতার সংখ্যা ছিলো বেশি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।