Breaking News

হিন্দিভাষী জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

 

পাপু লোহার, বুদবুদঃ বুদবুদ হিন্দিভাষী জনকল্যাণ সমিতি কুড়ি বছর ধরে আপামর জনসাধারণের পাশে নিজেদের নিয়োজিত করেছেন। বুদবুদের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন এমনকি, করোনাকালে লকডাউন থেকে শুরু করে গরিব মেয়ের বিয়ে সবেতেই হাত বাড়িয়ে দেয় এই হিন্দিভাষী জনকল্যাণ সমিতি।

বুদবুদ হিন্দিভাষী জনকল্যাণ সমিতির সভাপতি বিনোদ শর্মা জানান, দীর্ঘ কুড়ি বছর ধরে প্রথমে কয়েকজনকে নিয়ে এই সংগঠনের পথ চলা তারপর আস্তে আস্তে এলাকার অন্যান্য মানুষেরা এই সংগঠনের সাথে যুক্ত হয় এই সংগঠন গরিব শিশুদের পঠন-পাঠন থেকে শুরু করে গরিব মেয়ের বিয়ে এবং যে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য পিছপা হয় না। এবছর সকলের সাথে নিয়ে তৈরি হলো নতুন কমিটি। কমিটির সভাপতি বিনোদ শর্মা, সহ-সভাপতি রবীন্দ্র শর্মা, চন্দন ভগত, সম্পাদক অন্তিম সিং ও সহকারি সম্পাদক দীপক, শুক্লা দিলীপ শর্মা। কোষাধক্ষ্য গোপিচাঁদ প্রসাদ, এডিটর রাহুল ভগত। বুদবুদ হিন্দিভাষী জনকল্যাণ সমিতি সব সময় সাধারণ মানুষের পাশে আছে ও থাকবে।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *