টুডে নিউজ সার্ভিস, মেদিনীপুরঃ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন বিধায়ক। রবিবার রাতে কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় দাঁতন থানা এলাকার আলিকষা গ্রাম পঞ্চায়েতের জেঠিয়া, ধুড়িয়া, মার্কন্ডপুর সহ কয়েকটি এলাকা। ঝড়ের প্রকোপে বেশ কয়েকটি মাটির বাড়ির চালা উড়ে যায়। গাছ পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং টালি পড়ে আহত হন বেশ কয়েকজন। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন কেশিয়াড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ মুর্মু। গ্রাম পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন। বিধায়ক এলাকা ঘুরে কথা বলেন।
কলিঙ্গ চন্দ নামে ওই এলাকার এক ব্যক্তির মাটির বাড়ি পুরোপুরি ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে জানান বিধায়ক। পরিবারের হাথে ত্রাণ সামগ্রী হিসেবে ত্রিপল, শুকনো খাবার সহ সামগ্রী তুলে দেন বিধায়ক এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ঝড়ে কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে তিনজন আহত হওয়ায় তাদের চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বিধায়ক পরেশ মুর্মু।
Social