পাপু লোহার, কাঁকসাঃ বাড়ির ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে কাঁকসার বান্দ্রা গ্রামে। মৃতের নাম বনমালী বাগদী (৩৮)। মৃত বনমালী বাগদী-কে পরিবারের সদস্যরা জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর ঘরের ভিতর দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পরিবারের সদস্যদের দাবি মৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত্রে মৃত ব্যক্তির সাথে তাঁর অবিবাহিত মেয়ের অশান্তি হয়। তার পরেই রাত্রে ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।