টুডে নিউজ সার্ভিসঃ জল্পনার অবসান, বেশ কয়েকদিন ধরে শিরোনামে অর্জুন সিং। আবারও ফুল বদলে তিন বছর পর তৃণমূলে ফেললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। গত ২০১৯-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি পৌঁছায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে। সেখানেই পদ্ম ছেড়ে অভিষেকের হাত ধরে পুরনো দলে ফিরে এলেন ভাটপাড়ার অর্জুন সিং।
দলে ফিরেই তিনি জানান, ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়ে ছিলাম, ফের ঘরের ছেলে ঘরে ফিরলাম।