রমা চ্যাটার্জী, দক্ষিণ দিনাজপুরঃ সারা পৃথিবী জুড়ে বাড়ছে দূষণ, ফলে ইতিমধ্যে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে বসেছে। পাশাপাশি নিজের মাতৃভাষার গুরুত্ব মানুষ আজ ভুলতে বসেছে। সেই কারণে ভাষা, অরণ্য, নদীকে বাঁচানোর বার্তা নিয়ে সুদূর গোপীবল্লভপুর থেকে তুষার তালধি সাইকেল নিয়ে রাজ্য ভ্রমণে বেরিয়েছে। দীর্ঘ পথ অতিক্রম করে শনিবার বালুরঘাটে এসে পৌঁছালেন এবং এই সাইকেলিস্ট উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী সংকল্প, বালুরঘাটের সাইকেল কমিউনিটি ও দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রটেকশন সমিতি।
এদিন তুষার তালধি বালুরঘাট থেকে আবার যাত্রা শুরু করে উত্তর দিনাজপুরের দিকে এগিয়ে যান। তার এই পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিতে সাইকেল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।