দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ নবনির্মিত রাস্তার মধ্যস্থানে পরছে শ্মশানকালীর বেদি, তাই বেদি রক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। মোরগ্রাম থেকে খড়গপুর পর্যন্ত এন এইচ এ আই-এর দ্বারা নবনির্মিত রাস্তার নকশা অনুযায়ী বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই-১ অঞ্চলের মান্দারা মৌজাতে দাগ নং ৯১৪ ও জে এল নং ৮৮-এর মধ্যবতি স্থানে শ্মশান কালীর বেদি আছে যা এই নবনির্মিত রাস্তার মাঝেই পড়বে। এই ব্যাপারে এলাকাবাসীর অনুরোধ যে রাস্তা হোক তাতে তাদের কোনো বাধা নেই কিন্তু ধর্মীয় আবেগকে নষ্ট করে নয়। এলাকাবাসী ও পুণ্যার্থীদের সবিনয় নিবেদন এনএইচএআই কর্তিপক্ষে কাছে রাস্তার দিক (গতিপথ) সামান্য পরিবর্তন করে রক্ষা করা হোক শ্মশান কালীর বেদি।
বিক্ষোভকারীরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীকেও চিঠি লিখে অনুরোধ জানাবেন যাতে মন্দির বাঁচিয়ে রাস্তা হোক। এসব করে যদি কাজের কাজ কিছুই না হয় তাহলে শেষ পর্যন্ত তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে, প্রয়োজনে আমরণ অনশনে বসতেও রাজি বিক্ষোভকারীরা।
Social