টুডে নিউজ সার্ভিসঃ হাওড়া যাওয়ার পথে গ্রেফতার হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়ায় যাওয়ার আগেই তাঁকে বাঁধা দেয় দিয়েছিল পুলিশ। তবু তিনি জোড় করে যেতে চান। ফলে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে তাঁকে গ্রেফতার করল পুলিশ। তার গ্রেফতারির পর রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। তিনি অভিযোগ জানিয়েছেন, গ্রেফতার করার পর তাঁকে একটি প্রিজন ভ্যানে বসিয়ে রাখা হয়েছে। সেখানে না আছে জলের ব্যবস্থা, না রয়েছে হাওয়ার ব্যবস্থা। রীতিমতো ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “আজকে আমাকে দ্বিতীয় হুগলি সেতু পার করার পরেই গ্রেফতার করা হয়। আমাকে একটি প্রিজন ভ্যানে বসিয়ে রাখা হয়েছে। এখানে না রয়েছে জলের ব্যবস্থা রয়েছে, না আছে হাওয়ার ব্যবস্থা। দমবন্ধ করা পরিস্থিতি। আমি এই পরিস্থিতির হাত থেকে বাঁচতে ভ্যানের দরজার কাছে এসে বসেছি।”
তিনি আরও বলেন, “আমার যে সমস্ত দেহরক্ষী রয়েছে তাঁদের সঙ্গে পুলিশ কথা বলছে। সেন্ট্রাল ফোর্সের নিয়ম অনুযায়ী, ওদের হ্যান্ডওভার ফর্ম থাকে যাতে পুলিশকে সই করতে হয়। এখানে চূড়ান্ত অব্যবস্থা। কোনো পুলিশই নেই সই করার জন্য। লালবাজারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো পুলিশ নেই যিনি আমাদের থানার ভেতরে নিয়ে যাবেন এবং ওই ফর্মে সই করে দেবেন। চরম অরাজকতা।”
Social