পাপু লোহার, কাঁকসাঃ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার বিকালে পানাগড় বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী-সমর্থকেরা। শনিবার বিকালে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে মিছিল করে এসে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন বিজেপির অবরোধ কর্মসূচিতে যোগ দেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, বিজেপির কাঁকসা দু’নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী, বিজেপি নেতা দেবানন্দ কুমার, রাজকুমার সিং, রাজগুরু বিশ্বকর্মা, অপর্ণা চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন মিছিল করে এসে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে বিক্ষোভকারীদের উঠিয়ে দেয়।ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়।
বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, রাজ্যজুড়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে। হাওড়ার বেশ কিছু এলাকা গত কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে। বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও রাজ্য প্রশাসন পরিস্থিতি সামাল না দিয়ে উল্টো বিজেপির রাজ্য সভাপতিকে গ্রেফতার করেছে। তারই প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের পাশাপাশি তারাও পানাগড়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন।
Social