প্রবীর মণ্ডল, বর্ধমানঃ হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই রথযাত্রা। ১৪ জুন মঙ্গলবার ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই স্নানযাত্রাকে ঘিরে পুরী, ইসকন, মাহেশ সহ বিভিন্ন মন্দিরের পাশাপাশি সম্প্রীতির মহামিলন ক্ষেত্র হয়ে উঠলো পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের স্বস্তিপল্লী। এই বিশেষ তিথিতে মহা ধুমধামে সকাল থেকে স্বস্তিপল্লী জগন্নাথ দেবের মন্দিরে পূজা-অর্চনা চলে। আগের দিন নবদ্বীপের গঙ্গার ঘাট থেকে জল এনে এদিন মন্দির থেকে জগন্নাথ,বলরাম সুভদ্রা-কে মন্দিরের বারান্দায় এনে যথাযথ রীতি মেনে ১০৮ ঘড়া জলে স্নান করানো হয় এবং স্নান শেষে আবার মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়। গত দুটি বছর অতিমারী করোনা জন্য ছন্দপতন হয়েছিল রথযাত্রা ও জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবে। ফের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই মহা ধুমধামে সহিত স্নানযাত্রায় মাততে পেরে খুশি স্বস্তিপল্লীবাসি।
পাশাপাশি এই রথযাত্রা উপলক্ষে স্বস্তিপল্লী ভ্রাতৃ সংঘের পরিচালনায় স্বস্তিপল্লী ফুটবল ময়দানে মেলাও বসে। রথ থেকে উল্টোরথ পর্যন্ত এই কয়েকটা দিন মেলার মূল মঞ্চে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফের অতিমারী করোনার আতঙ্ক থেকে সরে এসে উৎসবে মাততে চলেছে স্বস্তিপল্লীবাসি।
Social