জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ পঞ্চায়েতের তহবিল থেকে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের ইচু বাজারে একটি সুলভ শৌচাগারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ মামুদপুর-১ অঞ্চলের প্রধান পারভীন মণ্ডল, মধ্যমগ্রাম পঞ্চায়েত প্রধান বিপুল রায় সহ আরও অনেকে।
এদিন ফিতে কেটে উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সভাপতি আহমেদ ও আহমেদ হোসেন শেখ। পিপলন গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ শরিফ উদ্দিন জানান, পিপলন পঞ্চায়েতের অন্তর্গত ইচু বাজারটি চারটি গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল। প্রচুর মানুষের আনাগোনার পাশাপাশি, বাস থেকে নামা যাত্রীদের সুবিধার্থে পঞ্চায়েতের পক্ষ থেকে তিন লক্ষ আশি হাজার টাকা খরচ করে সুলভ শৌচালয় নির্মাণ করা হয়েছে।