জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির প্রথম সম্মেলন কুসুম গ্রাম বাজারে ট্যাক্সি স্ট্যান্ডে স্বর্ণ শিল্পী সমিতির পতাকা উত্তোলন অতিথি বরণ, গান, সমিতির কার্যকারিতার আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। মন্তেশ্বর ব্লক বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি সাইফুদ্দিন বড়া ও সদস্য অনোয়ার আলি শেখ জানান, এই সম্মেলনে মন্তেশ্বর ব্লকের ১৪৭ জন স্বর্ণ শিল্পী সমিতির প্রতিনিধি হাজির ছিলেন। এই সম্মেলনের মাধ্যমে আমাদের নিরাপত্তা ও কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ের উপর জোর দেওয়া হয়। পাশাপাশি তারা আরও জানান এটা কোন রাজনৈতিক অনুষ্ঠান নয়।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির রাজ্য সম্পাদক টগর চন্দ্র পোদ্দার, সহ জেলা ও মন্তেশ্বর ব্লকের স্বর্ণ শিল্পী সমিতির কর্মকর্তারা, মন্তেশ্বরে বিডিও গোবিন্দ দাস ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ এই বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির অনুষ্ঠানে হাজির হয়ে বঙ্গীয় স্বর্ণ শিল্পীদের পাশে থাকার ও নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেন এবং এদিনের অনুষ্ঠানের মাধ্যমে ১৩ জনের একটি কমিটি গঠন হয়।
Social