প্রবীর মণ্ডল, বর্ধমানঃ অবশেষে দু’দফায় শেষ হলো গরমের ছুটি। যা প্রথম দফায় ৪৫ দিন এবং দ্বিতীয় দফায় ছিল ১১ দিন অর্থাৎ মোট ৫৬ দিন। প্রচন্ড গরমের দাপদহে অনেক স্কুলে পড়ুয়াদের সংখ্যা কমতে থাকে আবার অনেক স্কুল থেকে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছিল তাই ওই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেন। প্রায় দুটি মাস গরমের ছুটি কাটিয়ে স্কুলমুখী হয়ে খুশি পড়ুয়ারা।
পাশাপাশি সমস্ত রকম কোভিড বিধি এবং একাধিক নির্দেশিকা মেনে ক্লাস শুরু করার নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তরের। গোটা বিষয়টি দেখভাল করবেন রাজ্য স্তরের একজন নোডাল অফিসার।
প্রায় দু’মাস গরমের ছুটি শেষ হওয়ার পর সোমবার স্কুল খোলার প্রথম দিনে বর্ধমান দু’নম্বর ব্লকের বামচাঁদাইপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ক্লাস শুরুর আগে প্রার্থনার শেষে প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে শিক্ষক-শিক্ষিকারা হ্যান্ড স্যানিটাইজার দেয় এবং সকলকে কোভিড বিধি মেনে বিদ্যালয়ে আসতে বলেন।
এদিন স্কুলের সহঃশিক্ষক বিশ্বজিৎ কুমার পোরেল জানান, প্রায় দু’মাস পর গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুল সোমবার তার প্রথম দিন আর প্রথম দিনে পড়ুয়াদের উপস্থিতি যথেষ্ঠ ভালো। পাশাপাশি সমস্ত কোভিড বিধি এবং একাধিক নির্দেশিকা মেনে ক্লাস নেওয়া হবে।
Social