রবিশঙ্কর ঘোষ, বীরভূমঃ বীরভূম জেলার নানুর ব্লকের চারকলগ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে মানুষের জনসমাগম এতটাই বেশি হল যে সামিয়ানার পাশের পর্দা তুলে মানুষকে জায়গা করে দিতে হয়। এই স্বতঃস্ফূর্ত ভিড়ের পিছনে যার অবদান তার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না, তিনি এলাকার ভূমিপুত্র কাজল শেখ, যিনি মানুষের সবসময়ের সুখ-দুঃখের সঙ্গী।
কাজল বাবু বলেন, এখন অনেক নেতা কিন্তু আক্ষেপের বিষয় তারা জানানে সূচপুরে কতজন সিপিএম-এর হার্মাদ বাহিনীর আক্রমনে শহীদ হয়েছিল, তাদের নাম পরিচয়ও জানেনা। অনেক সংগ্রাম রক্তের বন্য বয়েছে আমাদের জেলায়। আমার পরিবারের কত জন শহীদ হয়ছিল সিপিএম-এর হার্মাদ বাহিনীর হাতে আমি সেই দিনের কথা ভুলে যেতে পারিনা। আজকেও খবর নেয় না সিপিএম এর হার্মাদ বাহীনির হাতে নিহত শহীদের পরিবার কেমন আছে!
এ দিন তিনি যেমন সমালোচনা করে ঠিক একইরকম ভাবে দক্ষ সংগঠনের ভূমিকাও পালন করেন। তিনি সমস্ত বুথ কর্মীদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নেত্রী মমতা ব্যানার্জী-র আদর্শের কথা সকলের সামনে তুলে ধরে উন্নয়য়নের বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন ।
এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষুদ্র, মাঝারি শিল্প তথা বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত কুমার মাল, নানুর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাঝি, বীরভূম জেলাপরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধক্ষ্য জনাব কেরিম খান, চারকলগ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল স্তরের সমস্ত কর্মী সমর্থক বৃন্দ।
এদিন সম্মেলনে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত ধরে প্রায় এক হাজার জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে।