সেখ সামসুদ্দিন, মেমারিঃ মেমারি-১ ব্লকের রাধাকান্তপুর গ্রামে সাঁই মন্দিরে গুরু পূর্ণিমা উপলক্ষে ১৩ তারিখ থেকে শুরু হয় বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে নগরভ্রমণ, পূজা পাঠ, নাম কীর্তন, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি চলছে।
পাশাপাশি এদিন দুপুরে প্রায় আড়াই হাজার মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেন এবং গ্রামের মানুষ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই সাঁইবাবার অনুষ্ঠান পালন করেন। এই অনুষ্ঠানকে ঘিরে মেলা, আলোকসজ্জা, ফোয়ারা সহ দর্শনীয় স্থানে পর্যবসিত।