জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে জুটমিলে সরাসরি কাজের নিয়োগ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। এদিন মন্তেশ্বর বিডিও অফিসের সদ্ভাব মণ্ডপ মিটিং হলে কালনা মহকুমা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তত্ত্বাবধানে পরিচালিত মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাসের সহযোগিতায় এই নিয়োগ শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক ছেলেদের নিয়ে হুগলির হুকুমচাঁদ জুটমিলে সরাসরি নিয়োগের জন্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবির বেলা ১১ টা থেকে শুরু হয়।
পাশাপাশি এই শিবিরে ছেলেদের বয়স নির্ধারণ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, ট্রেনিং বিষয়, সহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন কালনা মহকুমা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আধিকারিক শর্মিষ্ঠা দাস, মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, ব্লক শ্রম দপ্তরের অধিকারক সন্দীপ ঘোষ, হুগলী হুকুমচাঁদ জুট মিলের ডিরেক্টর সহ হুকুমচাঁদ জুট মিলের তিন অফিসার অর্পিতা মৈত্রী, দিব্য মেমন, মধ্যমগ্রাম পঞ্চায়েত প্রধান বিপুল রায় সহ আরও অনেকে। জানা যায়, আগামী দুইদিন ধরে এই শিবির চলবে।