টুডে নিউজ সার্ভিসঃ তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-কে ২ দিনের ইডি হেফাজত দিল ব্যাঙ্কশাল আদালত। ইডি তাঁকে ১৮ দিনের জন্য হেফাজতে চেয়েছিল। কিন্তু, তার বিরোধিতা করেন পার্থ চট্টোপাধ্যায়-এর আইনজীবী।
জানা গিয়েছে, আগামী সোমবার তাঁকে ফের স্পেশ্যাল ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। স্কুলে নিয়োগ দূর্নীতিতে টানা কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে।