মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বোলপুর রোটারী ক্লাব অফ টেগোর ল্যান্ডের উদ্যোগে ও কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় শনিবার বোলপুরে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এদিন মোট ৪২ জন রক্তদাতা তারা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্তদাতাদের মধ্যে ২২ জন মহিলা ছিল।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম স্পোর্টস চেয়ারম্যান সুদিপ্ত ঘোষ, জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি শেখ আজিজুর রহমান ও রোটারী ক্লাবের সম্পাদক সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্যোক্তারা জানান, রক্তদান জীবন দান। দেশের এই রক্তের সংকটময় মুহূর্তে প্রতিটি রোগীর পাশে থাকার জন্য বোলপুর রোটারি ক্লাব ও কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট সদা সর্বদা প্রস্তুত আছে বলে ক্লাবের পক্ষ থেকে বা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তারা আরও জানান ভবিষ্যতে এই ধরনের রক্তদান শিবির আরও করা হবে।
