টুডে নিউজ সার্ভিসঃ পার্থ চট্টোপাধ্যায়-কে লক্ষ্য করে জুতো। জোকা ইএসআই-তে পার্থ চট্টোপাধ্যায়-কে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা। জানা যায়, মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় প্রাক্তন মন্ত্রীকে এবং হাসপাতাল থেকে বাইরে বেরতেই বিপত্তি! পার্থ চট্টেপাধ্যায়ের হাসপাতাল থেকে বেরোনোর সময় তাকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন এক মহিলা। যদিও জুতো পার্থবাবুর গায়ে লাগেনি। তার গাড়িতে লেগে পড়ে যায়। ওই মহিলার নাম শুভ্রা ঘড়ুই। তার বাড়ি আমতলায়। তার ছোড়া জুতো পার্থের গায়ে না লাগায় মহিলার আফশোস। তার বক্তব্য, ‘‘জুতোটা ওর মাথায় লাগলে শান্তি পেতাম।”
পরে জানা যায়, ওই মহিলাও জোকা ইএসআই-তে স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছিলেন। পার্থকে দেখে পা থেকে জুতো খুলে ছুড়ে মারেন ওই মহিলা। অবশ্য তার ছোড়া জুতো পার্থ-র গায়ে লাগেনি। শুভ্রা ঘড়ুই-এর কাছে জানতে চাওয়া হলে তিনি কেন পার্থ চট্টোপাধ্যায়-কে লক্ষ্য করে জুতো ছুড়েছেন? তিনি তখন বলেন, ‘‘ওঁদের কোটি কোটি টাকা। কলকাতার একাধিক জায়গায় ওরা ফ্ল্যাট কিনেছে। বড় গাড়ি করে হাসপাতালে আসছে। এতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তার জন্যই জুতো ছুড়েছি। জুতোটা ওর মাথায় লাগলে শান্তি পেতাম। আজ ওদের জন্যই হাজার হাজার ছেলেমেয়ে চাকরি পায়নি।’’
Social