পাপু লোহার, পানাগড়ঃ পানাগড় শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায় ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভে বসলো স্থানীয় শ্রমিকরা। মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের জেরে কারখানায় ঢুকতে পারে নি কেউই। এদিন সকাল থেকে পানাগড় শিল্পতালুকের একটি বেসরকারি কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ চলে।
শ্রমিকদের অভিযোগ এই কারখানায় ১২ জন শ্রমিককে বিনা নোটিশে বিনা কারণে অন্যায় ভাবে বসিয়ে দেওয়া হয়েছে সোমবার। তার জন্যই তারা মঙ্গলবার সকাল থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সকল শ্রমিকরা। এদিন সকাল থেকেই কারখানায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তারা জানিয়েছেন, ওই বেসরকারি কারখানায় জন্ম লগ্ন থেকে তারা কাজ করছেন। মুখ্যমন্ত্রী নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কারখানা কর্তৃপক্ষ বিহার থেকে কম পারিশ্রমিকে লোক নিয়ে এসে নিয়োগ করছে। স্থানীয়দের ধীরে ধীরে বসিয়ে দেওয়া হচ্ছে। কারখানায় পিএফ, ইএসআই-এর কোন ব্যবস্থা নেই। নেই সেফটি সিকিউরিটির কোনো ব্যবস্থা। শ্রমিকদের নানান সমস্যার মধ্যে থেকেও কাজ করতে হয়। তবুও তারা কাজ করছিলেন। কিন্তু, অন্যায়ভাবে এতজন শ্রমিককে বসিয়ে দেওয়া তারা বরদাস্ত করবেন না এই পুজোর মুখে। যতক্ষণ না কর্তৃপক্ষ সিদ্ধান্ত না বদল করেন কারখানার কাজ বন্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন তারা।
যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।