আশিষ কুমার ঘোষ, হুগলিঃ তারকেশ্বরের স্বেচ্ছাসেবী সংস্থা তারকেশ্বর পরশের পক্ষ থেকে রামনগর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির আয়োজন করা হয়। যার সহযোগিতায় ছিলেন তারকেশ্বর নয়ন জ্যোতি হসপিটাল। এদিন মোট ১৫০জন ব্যক্তি এই পরিষেবা গ্রহণ করেন এবং এর মধ্যে ৫০ জন ছানি
অপারেশনের করা হবে বলে জানা যায়। যা সম্পূর্ণ বিনা খরচে এই অপারেশন করা হবে। পাশাপাশি ৫২ জনকে চশমা প্রদান করা হয়েছে। এদিনের এই শিবিরে মানুষের বিপুল সাড়া পাওয়া যায়।
পরশের সেক্রেটারি শম্পা ঘোষ জানিয়েছেন, আগামীতে এরকম শিবির তারা আবারও করবেন বিভিন্ন এলাকায়। যাতে করে মানুষদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারেন তারা খুব সহজে।

