Breaking News

বর্ধমানেশ্বর শিবের মাথায় জল ঢাললেন জেলা পরিষদের সভাধিপতি

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শ্রাবণ মাস মানে বাবার মাস। আর এই মাসে বাবার মাথায় জল ঢালতে বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পূর্ব বর্ধমানের আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বর মোটা শিবের মাথায় জল ঢেলে গেলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া এবং সঙ্গে ছিলেন নারী-শিশু কর্মাধ্যক্ষ মিঠু মাঝি। 

শিবলিঙ্গের সামনের কিছুটা দূরে নন্দীর মূর্তি রয়েছে আর নন্দনীর মূর্তিতে কানে কানে নিজের নিজের মনস্কামনা জানান জেলা পরিষদের সভাধিপতি। সকলে মনে করেন, নন্দনীর কানে নিজের মনস্কামনা জানালে তা সরাসরি শুনতে পান মহাদেব আর তা পূরণ করেন তিনি। পাশাপাশি আলমগঞ্জে বর্ধমানেশ্বর শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ছোটো মেলাও বসে।

এদিন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানান, আলমগঞ্জে বর্ধমানেশ্বর শিবের মাথায় জল ঢালতে এই প্রথমবার এসেছি।  তিনি আরও জানান, সোমবার মানে শিবের জন্ম বার। বর্ষা পেরিয়ে যাচ্ছে, আমরা জানি পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক জেলা আর কৃষি প্রধান জেলায় যে পরিমাণ বৃষ্টির দরকার সে পরিমাণ বৃষ্টি এখনও হয়নি। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে আসলাম আর চাষবাসের সুবিধার্থে একটু বৃষ্টি হোক এই প্রার্থনা করলাম, যাতে এই জেলা শস্য শ্যামলা হয়ে উঠে।

About Burdwan Today

Check Also

প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *