টুডে নিউজ সার্ভিস, মহিষাদলঃ গরীবের সংসার। ঋণের বোঝা দিন দিন বেড়ে যাওয়ায় নাবালিকা কন্যাকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। গ্রামের বাসিন্দার অভিযুক্তের বিরুদ্ধে নিজের মেয়েকে বিক্রি করার অভিযোগ তুলেছে।
অভিযুক্ত তার নাবালিকা মেয়েকে ১ আগস্ট রঙ্গীবসানের এক যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। পঞ্চায়েতের তৎপরতায় তিন দিনের মাথায় উদ্ধার হয় বিক্রি হওয়া নাবালিকা। প্রশাসনের দারস্থ হয় এই নাবালিকার মা ও ছেলের বাবা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ। থানায় অভিযোগ দায়ের করার পর মহিষাদল থানার পুলিশ অভিযুক্তের খোঁজে বাড়িতে যায়। যদিও তার খোঁজ পাওয়া যায়নি।
অভিযুক্তের স্ত্রী জানান, স্বামী নেশা করে বহু টাকা ঋণ করেছে, বাড়িতে দুই মেয়ে এক ছেলে। বড় মেয়েকে পড়াশোনার জন্য ভালো পরিবারে রেখে বড় করে তোলার কথা বলে মেয়েকে নিয়ে যায়। পরে জানতে পারি বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামপঞ্চায়েতকে জানাই এবং থানায় অভিযোগ দায়ের করি।
অভিযুক্তের বাবা জানান, ছেলের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। তাই ছেলের কঠোর সাজার আবেদন জানাচ্ছি। কঠোর থেকে কঠোর সাজা হোক।
স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, খবর পাই আমার এলাকার একটি ছেলে তার নাবালিকা মেয়েকে পাশের এলাকায় নিজের কন্যাকে বিক্রি করে দিয়েছে। এই খবর জানতে পেরে আমরা স্থানীয় থানায় ও বিডিওর কাছে জানাই।
মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল জানান, অভিযুক্ত পলাতক। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, মেয়েটিকে এখন হোমে রাখার ব্যবস্থা করা হচ্ছে।।
Social