পাপু লোহার, কাঁকসাঃ এলাকাবাসীর সুবিধার জন্য শুক্রবার পানাগড় বাজারের রণডিহা মোড় সংলগ্ন একতা সংঘ ক্লাবে বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন ক্লাব প্রাঙ্গণ থেকে ৩০০জনকে এই বুস্টার ডোজ দেওয়া হয়।
ক্লাবের সদস্য বীরেন্দ্র শ্রীবাস্তব ওরফে ছোটন লালা জানিয়েছেন, এলাকার বহু মানুষ আছেন যারা এখনও বুস্টার ডোজ নেন নি। বিশেষ করে বয়স্করা। তাদের অনেকেই হাসপাতাল পর্যন্ত যাওয়ার সামর্থ্য নেই। অনেকে আবার শারীরিক দুর্বলতার জন্য স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তাই এলাকাবাসীর আবেদনে তারা স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের সাথে যোগাযোগ করে ক্লাব প্রাঙ্গনে এদিন বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করেন। এদিন বুস্টার ডোজ দেওয়ার পরে কেউ বুস্টার ডোজ নিতে বাকি থাকলে তাদের নামের তালিকা তৈরি করে আগামী দিনে ফের ক্যাম্প করে তাদের জন্য বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।