মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ সাধারণ মানুষের ধারণা পুলিশ শুধু শৃঙ্খলা রক্ষার জন্যই আছে। কিন্তু, বীরভূম জেলা ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি পুলিশ আউটপোস্টের আইসি বিপ্লব দত্ত ও কনস্টেবল আক্তার হোসেন দেখিয়ে দিলেন শৃঙ্খলা রক্ষা কিংবা চোর ধরা ছাড়া পুলিশ সমাজসেবক হিসেবে কাজ করতে পারে। এককথায় প্রতিটি ভালো কাজের পাশে পুলিশ সর্বদায় থাকতে পারে তেমনি একটি নিদর্শন দেখালেন জয়দেব কেন্দুলি পুলিশ পোস্ট।
গতরাত্রে ২৭ বছর বয়সী এক মহিলা তার বাড়ির সমস্যার কথা টিকরবেতা তৃণমূল পার্টি অফিসে জানাতে গিয়ে ফিরে আসার সময় তাকে সাপে কামড়ায়। ওই মহিলা সঙ্গে সঙ্গে বাড়িতে এসে জানালে কুসংস্কারচ্ছন্ন কিছু মানুষ তাকে ওঝার কাছে নিয়ে যায়। সেই সময় জয়দেব কেন্দুলী পুলিশ আউটপোস্টের ভ্রাম্যমান মোবাইল ভ্যানটি তৎক্ষণাৎ সেখানে গিয়ে পৌঁছায়। আইসি বিপ্লব দত্ত ও পুলিশ কনস্টেবল আক্তার হোসেন তাদের বাড়ির লোকজনকে বুঝিয়ে ওঝার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসে এবং পুলিশ গাড়ি করে সরাসরি ইলামবাজার হাসপাতালে নিয়ে যায়। তৎক্ষণাৎ ইলামবাজার হাসপাতালে চিকিৎসা শুরু করে দেন এবং একটু বেগতিক দেখে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। বর্তমানে তাকে দুর্গাপুর বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী সুস্থ আছেন। পুলিশের এই কাজ দেখে খুশি রোগীর পরিবার ও এলাকাবাসী।