মোহাম্মদ ফিরোজ, রামপুরহাটঃ মঙ্গলবার বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনা সাক্ষী রইল রামপুরহাট। রামপুরহাট থেকে সিউড়ি থেকে আসা একটি সরকারি বাস এবং উল্টো দিক থেকে ৯ জন যাত্রী নিয়ে একটি অটো রামপুরহাটের দিকে যাচ্ছিল। হঠাৎই সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে অটোচালক সহ ৯ জনের মৃত্যু হয়। সকলেই অটোযাত্রী। তাঁর মধ্যে ৮জন মহিলার। দুমড়েমুচড়ে যায় অটোটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার মল্লারপুরে তেলডা গ্রামের কাছে রানিগঞ্জ-মোড়গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠের কাজ সেরে অটোয় চেপে পারকান্দি গ্রামে ফিরছিলেন আট আদিবাসী মহিলা। সেসময় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও অটোর।
এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে।
Social