জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চলছে বর্ষার মরশুম। প্রতিবছর বর্ষার মরশুমে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ে। সে কারণে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রতিটি ব্লক এলাকায় আবর্জনা যুক্ত জায়গা কিংবা জল জমে থাকে সেই রকম জায়গাগুলিতে মশার লার্ভা নিধনকারী স্প্রে করা হয়।
বুধবার মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ও মন্তেশ্বর এলাকার গ্রাম সম্পদ কর্মীদের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হলো। গ্রাম সম্পদ কর্মী সুজিত ভট্টাচার্য বলেন, মশাবাহিত ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ যাতে না ছড়াতে পারে সে কারণে এলাকার প্রতিটি আবর্জনাযুক্ত জায়গায় এই ধরনের জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
Social