মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ রাখি বন্ধন উৎসব উপলক্ষে জয়দেব মেলা আশ্রম কমিটির পক্ষ থেকে জয়দেব কেন্দুলির বাউল মঞ্চে অনুষ্ঠিত হলো কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ ব্যানার্জি, সহ-সভাপতি আপু নায়েক, সম্পাদক জহরলাল ঘোষ, সহ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী সহ আশ্রম কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেব কেন্দুলি নিম্বাক আশ্রমের মহারাজ নরসিংহ সরণদেব ব্রজবাসী।
এদিনের এই অনুষ্ঠানে দশ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এই অনুষ্ঠানে এলাকার আটজন গুণীজন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বাউল গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিচিত্রা অনুষ্ঠান শুরু হয়। আশ্রম কমিটির উদ্যোগে এ ধরনের অনুষ্ঠান হাওয়াতে খুশি এলাকাবাসী। এদিন আশ্রম কমিটি বুঝিয়ে দিল শুধু ধর্ম নিয়ে নয় সমাজের পাশে জয়দেব মেলা আশ্রম কমিটির সর্বদায় আছে।
Social