বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করল বিজেপি

Burdwan Today
1 Min Read

 

পাপু লোহার, কাঁকসাঃ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করলেন বিজেপি কর্মী সমর্থকেরা। রবিবার বিকালে এই দিবসকে সামনে রেখে পানাগড়ের রেলপার থেকে পানাগড় বাজার পর্যন্ত একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, কাঁকসা দু’নম্বর মন্ডলের বিজেপির মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সহ বিজেপির কর্মী সমর্থকেরা।

বিজেপি নেতা রমন শর্মা বলেন, ‘আজকের দিনে ভারতকে তিন ভাগে ভাগ করা হয়েছিল। যেখানে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা হয়েছিল। একটা হল পূর্ব পাকিস্তান আর একটা হল পশ্চিম পাকিস্তান আর কিছু সেকুলার মানুষ ভারতবর্ষকে ধর্মশালায় পরিণত করেছে। যার ফল ভোগ করতে হয়েছে দেশের মানুষকে। যার জ্বলন্ত উদাহরণ মরিচঝাঁপির ঘটনা।

ভারতবর্ষের মানুষ দেখেছে কিভাবে উদ্বাস্তুদের উপর আক্রমণ হয়েছে। কিভাবে ধর্মের নামে ভারতবর্ষে বিভাজন তৈরি হয়েছে আর কিভাবে ভারতবর্ষের মানুষের ওপর নারকীয় হত্যালীলার ঘটনা ঘটেছে। যার কারনে এই দিনটি কোনভাবেই ভুলে যাওয়ার দিন নয়। সেই দিনটি স্মরণ করে আজ তারা পানাগড়ে মৌন মিছিল করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *